দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিল্লি থেকে ফিরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরেই মঙ্গলবার সাতসকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবরাখবর নেন।বাজেট অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পরও তিনি দিল্লিতেই ছিলেন। গত সপ্তাহে দলের সাংসদদের কেউ কেউ কলকাতায় ফিরে আসেন। তবে অভিষেক সম্ভবত ফিরেছেন এ সপ্তাহেই। তবে সূত্রের খবর, দিল্লি থেকে সরাসরি কলকাতায় আসেননি অভিষেক। সেখান থেকে অন্য কোথাও গিয়েছিলেন। পরে হেলিকপ্টারে কলকাতায় আসেন। আর মঙ্গলবার দুপুর নাগাদ তিনি পৌঁছে যান কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ও বকেয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন।
যদিও ধরনা মঞ্চ থেকে সোমবার উঠে যান মমতা। এ ক’টা দিন সেই মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির হলেও দেখা মেলেনি ডায়মন্ডহারবারের সাংসদের দেখা মেলেনি। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এক প্রবীণ সাংসদ সৌগত রায় প্রকাশ্যেই দাবি করলেন, শারীরিক অসুস্থতার জেরেই অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায়, দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। প্রশ্ন ওঠে, লোকসভা নির্বাচনের আগে নেত্রীর ধরনা মঞ্চে অভিষেক নেই, তিনি অসুস্থ, সেকথা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি?পরে দলের তরফে জানানো হয়, সংসদে অধিবেশনের কাজে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতার রেড রোডে এসে ধরনায় যোগ দিতে পারেননি তিনি। দলের ভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, শারীরিক চিকিৎসার জন্যই তিনি দিল্লিতে গিয়েছেন।