Breaking News

ক্যাগের রিপোর্ট নিয়ে হইচই বিধানসভায়!ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি খারিজ স্পিকারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যাগের পেশ করা রিপোর্ট নিয়ে বাংলায় রাজনৈতিক বিতর্ক চলছে। সেই বিতর্কের রেশ পড়ল বিধানসভাতেও। ক্যাগের রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপির পরিষদীয় দল। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পোস্টার স্লোগান নিয়ে তাঁরা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।রাজ্যের হিসেবনিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্ট দেখে আগেই ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমস্ত দাবি নস্যাৎ করেছেন। তা নিয়ে শাসক-বিরোধী লেগেই রয়েছে। এর মধ্যে এবার বিধানসভাতেও উঠল এই প্রসঙ্গ।মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ”আমরা চাই এই নিয়ে আলোচনা হোক। চলতি অধিবেশনে আরও দুটি বিষয় নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হবে।

দিঘায় পর্যটক ধর্ষণের ঘটনা এবং চা শ্রমিকদের পাট্টা নয়, জমির অধিকার দিতে হবে।” এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও সরব হবেন বিজেপি বিধায়করা | বিরোধী দলনেতা জানিয়েছেন, তাঁরা বাজেটে অংশ নেবেন। বাজেট বক্তৃতা শুনবেন। কিন্তু সেখানে যদি কোনও রাজনৈতিক আক্রমণ থাকে, তাহলে প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে উল্লেখপর্বে SC, ST নিয়ে বলবেন বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা।এর পর ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই নিয়ে আলোচনা করা যাবে না। শুভেন্দু অধিকারী অধ্যক্ষকে প্রশ্ন করেন, ”কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারব না?” অধ্যক্ষ বলেন, ”এই বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনও প্রয়োজন নেই।” সঙ্গে সঙ্গে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রত্যেকের হাতেই ছিল একটা করে প্ল্যাকার্ড। তাতে লেখা, ক্যাগ রিপোর্ট নিয়ে তদন্ত চাই। স্লোগান দেন, ‘দুর্নীতিগ্রস্ত সরকার/আর নেই দরকার।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *