Breaking News

“আমরা যখন দলটা গড়েছিলাম, তখন অভিষেক বাচ্চা ছিলো”,অভিষেকের মন্তব্যের পাল্টা জবাব দীনেশ ত্রিবেদীর

প্রসেনজিৎ ধর :- দুদিন আগেই দলের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন দীনেশ ত্রিবেদী। দল ছাড়তেই তিনি জানান, “আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভালো।” অন্যদিকে দীনেশ ত্রিবেদীর এই মন্তব্যে পাল্টা জবাব দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকালই নাম না করে দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করে অভিষেক বলেন, “বলছে দম বন্ধ হয়ে আসছে। আর বিজেপির আইসিইউতে গিয়ে বসে আছে। মানুষ তো আগামী দিনে দম বন্ধ করবে। টিকবে না কোনও ফন্দি। বাংলার মানুষ জবাব দেবেন।” অন্যদিকে এই মন্তব্য শুনতেই দীনেশ ত্রিবেদী জানান, “যখন পার্টি তৈরি হয়েছিল তখন অভিষেক বাচ্চা ছিলো । আমার খুব দুঃখ লাগছে এই কথাগুলো শুনে । তৃণমূলের একটা আদর্শ ছিলো, কিন্তু এখন এসব কিছু নেই। ভালোবাসা শুভেচ্ছা কখনোই বিক্রি হয়না। সাধারণ মানুষদের সাহায্য করা যেতে পারে টাকা দিয়ে কিন্তু টাকা দিয়ে সব কেনা যায় না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *