নিজস্ব সংবাদদাতা :- ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আগামী ২২ ফেব্রুয়ারি তিনি কলকাতায় আসবেন বলে জানা গিয়েছে | এই সফরে একটি সরকারি এবং একটি দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন মোদী এমনটাই সূত্রের খবর| ২২ ফেব্রুয়ারি হুগলিতে বিজেপির জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী। তবে তার আগে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| হুগলির সভার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সভাস্থলের মাঠে এসে পরিদর্শন সেরে যান বিজেপি জেলা নেতৃত্ব | প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটের মেট্রোকে ছাড়পত্র দেওয়া হয়েছিল সেফটি কমিশনারের পক্ষ থেকে। তখন থেকেই জল্পনা শুরু হয়, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মেট্রোর এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করতে পারেন | সেই জল্পনা সত্যি করেই এ বার দীর্ঘ প্রতীক্ষিত এই মেট্রো রুট প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হবে | এর ফলে মেট্রো করেই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারবেন দর্শনার্থীরা | সুবিধা হবে নিত্য অফিস যাত্রীদেরও| আর মোদীর সফরের ৪ দিন আগে অর্থাৎ ১৮ ফ্রেরুয়ারি ফের রাজ্যে আসতে পারেন শাহ এমনটাই সূত্রের খবর | কোচবিহারের পর এবার কলকাতা জোনের রথযাত্রা উদ্বোধন ও কাকদ্বীপে জনসভা করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের এমনটাই বিজেপি সূত্রের খবর |