দেবরীনা মণ্ডল সাহা :-শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেপ্তারের দাবিতে এখনও ফুঁসছে সন্দেশখালি। শুক্রবার সকালে জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম ও বসত বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। লাঠি হাতে রাস্তায় এলাকার মহিলারা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।শুক্রবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় জেলিয়াখালিতে। একদল মহিলা বাঁশ – কাটারি নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য শিবু হাজরার মুরগির খামারের সামনে জড়ো হন। এর পর খামারে আগুন ধরিয়ে দেন তাঁরা। মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করে খামারটি। এর পর আসে পাশে মজুত খড়ের আঁটি আগুনে ফেলতে শুরু করেন তাঁরা। তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।বিক্ষোভকারীদের অভিযোগ, গায়ের জোরে গ্রামবাসীদের কয়েক শ’ বিঘা জমি দখল করেছেন তৃণমূল নেতা শিবু হাজরা। গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়ে সেই জমিতে গায়ের জোরে বেগার খাটান তিনি। টাকা চাইলে মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে গিয়ে গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে মারধর করেন। শিবুর গুন্ডাবাহিনীর মারে গ্রামের বেশ কয়েকজন পুরুষ চলাফেরার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। শুক্রবার দুপুরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এখনও কেন গ্রেপ্তার করা হল না শিবু হাজরাকে? এই প্রশ্ন তুলে এদিন জেলিয়াখালি এলাকায় শিবু হাজরার আরও তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার বসতবাড়িতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারাও। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শিবুদের। প্রসঙ্গত, গতকালই এই অসন্তোষের ঘটনার জন্য সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবু হাজরা। অশান্তি নিয়ে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সিপিএম-বিজেপি পরিকল্পিতভাবে আদিবাসীদের উসকানি দিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছে। উত্তম সর্দার যদি অপরাধী হয়, সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal