দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক বানচাল করার অভিযোগে এবার হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর। এফআইআর দায়ের করল তৃণমূল পরিষদীয় দল।বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর শরীর ভাল ছিল না। তাই ঠিক করেছিলেন বিধানসভায় নিজের কক্ষে বসে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক বৈঠক করবেন। বিধানসভার প্রেস কর্নারে বসে তা শুনবেন সাংবাদিকরা। কিন্তু দেখা যায়, রাজ্য বাজেট পেশ হওয়ার পর প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক চালিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অশোক লাহিড়ী প্রমুখ। শাসক দলের অভিযোগ, এর জন্য মুখ্যমন্ত্রীকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক শুরু করলে প্রেস কর্নারে ভার্চুয়াল মাধ্যমে তার কানেকশন দেওয়া হয়। কিন্তু সেটাও কেউ কেটে দেয়। এই ঘটনা কে ঘটালো তা তদন্ত করে দেখার আবেদন জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছে তৃণমূল পরিষদীয় দল। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স বানচাল করার চেষ্টা হয়েছে| এই ঘটনা নিয়ে পাল্টা এফআইআর দায়ের করেছে বিজেপি। এ ব্যাপারে শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন,“গতকাল গ্রুপ ডি কর্মীদের নামে তৃণমূলের ক্যাডাররা বিজেপি বিধায়কদের দিকে তেড়ে গিয়ে স্লোগান দেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বিধানসভার সচিবকে আমরা ডেপুটেশন দিয়েছি। সচিব যদি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা কড়া আন্দোলনে যাব”। তিনি আরও বলেন, “বিজেপির মহিলা বিধায়করা হেয়ার স্টিট থানায় অভিযোগ দায়ের করতে যাবেন। এফআইআর না নিলে আদালতে যাব। কিন্তু এর শেষ দেখে ছাড়ব”।