দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে। জানা গিয়েছে, শুটিং ফ্লোরেই একটি স্ট্রোক হয়ে যায় তাঁর।অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে ব্রেন স্ট্রোকের লক্ষ্ণণ। তবে স্ট্রোক-ই কিনা তা জানা যাবে এমআরআই রিপোর্ট দেখে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে এই প্রখ্যাত অভিনেতার। মিঠুনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তাঁরাই আপাতত বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা করছেন।