Breaking News

সন্দেশখালি কাণ্ডে নিখোঁজ তৃণমূল নেতা শিবুর অভিযোগে বাঁশদ্রোণী থেকে গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার!প্রতিবাদে জমায়েত বামেদের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- সন্দেশখালিতে গণরোষের শিকার তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার তাঁকে থানায় ডেকে এনে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। ওদিকে নিরাপদ সরদারকে সন্দেশখালি নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী – সমর্থকরা।

তৃণমূলের নির্দেশে দলদাস পুলিশ অকারণে নিরাপদবাবুকে গ্রেফতার করেছে বলে দাবি সিপিএমের।এদিন সকাল ১০টা নাগাদ নিরাপদবাবুর বাঁশদ্রোণীর ভাড়া বাড়িতে পুলিশ পরিচয়ে হাজির হয় কয়েকজন যুবক। নিরাপদবাবুকে তাঁরা জানান, থানার বড়বাবু ডাকছেন। বেলা ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। এরপর তাঁকে সন্দেশখালি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। ওদিকে নিরাপদবাবুকে আটক করা হয়েছে বলে খবর পেয়েই বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থকরা। থানা থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমকে নিরাপদবাবু বলেন, ‘তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালির মানুষ সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ | সিপিএম নেতাদের প্রশ্ন, যে শিবু হাজরার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অভিযোগ করছে, তাকে গ্রেফতার না করে তার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার করা হল কেন? সন্দেশখালিতে গণঅভ্যুত্থানের সময় নিরাপদবাবু সেখানে ছিলেন না। বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভে যোগদান করেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমও। তিনি বলেন, নিরাপদ সরদারকে গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামবে সিপিএম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *