দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মা ফ্লাইওভারে হুলুস্থূল কাণ্ড। ফ্লাইওভারের মাথায় চড়ে আত্মহত্যার হুমকি। ঘণ্টা দুয়েক ধরে বন্ধ রইল যান চলাচল। যুবককে ব্রিজের মাথার উপর থেকে নামিয়ে আনতে হিমসিম অবস্থা পুলিশের। কিছুতেই মা উড়ালপুলের উপর থেকে নামতে রাজি নন যুবক। বারবারই সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে সে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। রবিবার ছুটির দিন থাকায় সকালের দিকে তেমন ভিড় ছিল না মা উড়ালপুলে। কিন্তু তারপরও এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যহত হয়। দীর্ঘক্ষণ সেই যুবক মা উড়ালপুলের মাথায় চড়ে বসেছিলেন। পুলিশ দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলে তাঁকে সেখান থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলও। তারা কথা বলতে থাকেন সেই যুবকের সঙ্গে। তাঁকে সেখান থেকে নামিয়ে আনার চেষ্টা করে। অবশেেষ তাঁর অভিযোগ সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পুলিশ।
সেই কথায় রাজি হয়ে মা উড়ালপুলের মাথা থেকে নেমে আসেন ওই যুবক। দমকল আধিকারীকরা তাঁকে নািময়ে নিয়ে আসে ল্যাডারের সাহায্যে।নেমে যুবক দাবি করেন, দীর্ঘদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তিনি। তাই প্রতিবাদ জানাতে সেতুর ওপরে উঠেছিলেন। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তার পর থেকেই মানসিক উপসর্গে ভুগছেন তিনি। যুবককে উদ্ধার করে প্রথমে কড়েয়া থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। যুবকের মনোরোগের চিকিৎসা করানোের ব্যবস্থা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, যুবকের নাম আনোয়ার। মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় মা উড়ালপুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা। তাঁদের প্রশ্ন, কড়া নজরদারিতে থাকা এই উড়ালপুলে কী করে একজন যুবক বেয়ে উঠে পড়লেন?