প্রসেনজিৎ ধর,কলকাতা :- সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন। হাসপাতাল থেকে বেরিয়েই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, আসন্ন লোকসভা ভোটে তিনি লড়ছেন না। কেন, তা-ও জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘লড়ছি না। আমি যদি প্রার্থী হই, তা হলে ৪২টি আসনে কী হবে?’’ তিনি যে রাজ্য জুড়ে প্রচার করে বেড়াবেন, সে কথা স্পষ্ট করে দেন। হাসপাতাল থেকে তিন দিনের মাথাতেই ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী।
চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন৷ হাসপাতাল থেকে তিন দিনের মাথাতেই ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী| চিকিৎসকরা অভিনেতার শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে নিয়েছেন৷ আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল মহাগুরুর৷ তবে চিকিৎসকেরা অভিনেতাকে বিশ্রামে এবং চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন৷ রবিবার মিঠুনকে হাসপাতালে দেখে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘এ বার ভোটে মিঠুনকে আমরা পুরোদস্তুর প্রচারে ব্যবহার করব।’’ সোমবার সেই একই সুরে কথা বললেন মিঠুন। তিনি বলেন, ‘‘১ তারিখ (মার্চ) থেকে লাগাতার প্রচার করব। বিজেপির হয়েই করব। আমি আর কোন পার্টি করি? আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।’’ইতিমধ্যে গুঞ্জন শোনা গেছিল, লোকসভায় প্রার্থী হতে পারেন মিঠুন। এ বার সেই জল্পনায় তিনি নিজেই জল ঢাললেন। জানালেন, দলের হয়ে মার্চের শুরু থেকে পুরোদস্তুর প্রচার করবেন।