প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী |তাঁর অভিযোগ, বহিরাগতরা অশান্তি তৈরি করছে সন্দেশখালিতে | বিধানসভার জবাবী ভাষণে তিনি বললেন, ‘যারা মুখে মাস্ক পড়েছে | যারা বাইরে থেকে অশান্তি পাকিয়েছে৷ তারা অনেকে গ্রেফতার হয়েছে মোট ১৭ জন গ্রেফতার হয়েছে৷ বিজেপির নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে৷ সন্দেশখালি আজ নতুন নয়৷ ওখানে আরএসএস-এর একটা শাখা আছে | বহিরাগত নিয়ে অশান্তি করছে | আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের পুলিশ ঘরে-ঘরে যাচ্ছে | কথা শুনছে|’
সন্দেশখালিতে অশান্তির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা গ্রেপ্তার হচ্ছে। আরও গ্রেপ্তার হবে। জ্বলন্ত সন্দেশখালি নিয়ে দিন দুই আগে মুখ্যমন্ত্রীর এটুকু মাত্র প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় | অশান্তির নেপথ্যে তিনি আরএসএসের নাম করলেন। তাঁর কথায়, ”ওখানে আগে ইডি ঢুকল। এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। কারও সমস্যা থাকতেই পারে। তার তদন্ত হবে। তা নয়, আগেই কাকে কান নিয়ে পালাল বলে রব উঠল, আর এরাও দৌড়ল! ওখানে আরএসএসের একটা বাসা আছে অনেক আগে থেকেই। সন্দেশখালি আজকের না।”