দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঘাটালে ফের দলের প্রার্থী হচ্ছেন দেবই, নিশ্চিত তৃণমূলের নেতাকর্মীদের অনেকে। দলের অন্দরে জোর গুঞ্জন, মার্চেই না কি দেবের সমর্থনে প্রচারে ঘাটালে আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চের দ্বিতীয় সপ্তাহে এখানে এসে জনসভা করতে পারেন অভিষেক।এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের সূত্রে খবর, দেব চেয়েছেন বলেই তাঁর প্রচারে ঘাটালে আসছেন অভিষেক। যদিও তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেছেন, ‘এই কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।’ তবে নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতা বলেন, ‘অভিষেক ঘাটালে যেতে পারেন বলে শুনেছি। দেবের প্রচারে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’ আগামী ২৬ ফেব্রুয়ারি ঘাটালে আসার কথা দেবের। এখানে তাঁর আদি বাড়ি। কদিন আগেই অভিষেকের সঙ্গে দেবের বৈঠক হয়েছে। ওই বৈঠকেই ঠিক হয়েছে ঘাটালে অভিষেক আসবেন দেবের সমর্থনে সভা করতে বলে সূত্রের খবর। দেব এখানের জয়ী সাংসদ। তার উপর কাজ করেছেন। তার উপর ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ায় এমন সভা তাৎপর্যপূর্ণ।সম্প্রতি মমতার সঙ্গে আরামবাগে এসেছিলেন দেব। তিনি যে ফের ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন, সে ইঙ্গিত দিয়ে দেব বলেছেন, ‘‘আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম।’’
রাজনীতি ছাড়তে চেয়েছিলেন, কেন তিনি রাজনীতিতে থেকে গেলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ঘাটালের তৃণমূল সাংসদ বলেছেন, ‘‘রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। রাজনীতিতে থেকেও গেলাম দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। জানি না কে জিতবে। মানুষ যাঁকে ভালবাসবে, সেই- ই জিতবে।’’