দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার অফিস টাইমে আবার মেট্রো বিভ্রাট হওয়ায় নাকাল হতে হল যাত্রীদের। এদিন পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাহত থাকে মেট্রো পরিষেবা। থমকে যায় মেট্রো রেল। আর তাতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। এই আবহে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারেননি বহু অফিসযাত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় মেট্রো স্টেশনে। বহু যাত্রী ক্ষোভ উগড়ে দেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ আচমকাই পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে লাইনে অস্বাভাবিক কিছু দেখতে পান মোটরম্যান। তড়িঘড়ি ব্রেক কষেন তিনি। প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় মেট্রো। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে মেট্রোটি খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। এই ঘটনার জেরে প্রথমে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের পরিষেবা। প্রতি স্টেশনেই বাড়তে থাকে অফিস যাত্রীদের ভিড়। কেউ কেউ অন্য পথে গন্তব্যের পথে রওনা হন। কেউ আবার অপেক্ষা করেন পরিষেবা স্বাভাবিক হওয়ার। মেট্রো কর্তৃপক্ষের দাবি, একটা আলোর ফুলকি দেখা গিয়েছিল। পার্ক স্ট্রিট আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে। ব্লু লাইনে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। তাতেই থমকে যায় মেট্রো পরিষেবা। যাত্রীদের অভিযোগ, মাইকে ঘোষণা করা হলেও সেটা অস্পষ্ট। পরিষেবা হঠাৎ থেমে যাওয়া নিয়ে কিছু বলতে পারেননি গিরীশ পার্কে থেমে থাকা মেট্রোর মোটরম্যান।প্রায় ৩০ মিনিট পর আংশিক পরিষেবা চালু হয়। তবে ময়দান থেকে কবি সুভাষ এবং ময়দান থেকে গিরিশ পার্ক ও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকে ।