দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকাল থেকে ‘শাহজাহান ঘনিষ্ঠ’ একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। কলকাতা, হাওড়া সহ রাজ্যের অন্তত ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। পাশাপাশি আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলায় নতুন করে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতার বিজয়গড়, হাওড়ার হালদারপাড়া সহ আরও ৪ জায়গায় ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে। যে সব ব্যবসায়ীদের বাড়িতে হানা হয়েছে তাঁরা শাহজাহান ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে ইডি। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আমদানি-রফতানি ব্যবসায় জমি-ভেড়ির টাকা বিনিয়োগ করা হতে পারে। সেই প্রেক্ষিতেই সকাল থেকে তৎপর হয়েছে ইডি। আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে তারা নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করে এই তল্লাশি অভিযান করছে।কলকাতা ও আশপাশের মোট ৬টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে। মধ্য হাওড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি মাছের ভেড়ি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। চিংড়ি মাছের বড় ব্যবসা রয়েছে এই পার্থপ্রতিম সেনগুপ্তের।
এছাড়াও জানা যাচ্ছে সম্প্রতি নতুন দুটি বাড়িও কিনেছেন তিনি। সেই কারণেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। এছাড়া বিজয়গড়ে ১০ নম্বর পুকুর এলাকায় এক প্রাক্তন সরকারি কর্মীর বাড়িতেও চলছে তল্লাশি। অরুপ সোম নামে ওই প্রাক্তন সরকারি কর্মী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন। মাছের ভেড়ি আছে বলেও সূত্রের খবর। শাহজাহানের সঙ্গে তাঁর যোগ আছে বলে সূত্রের খবর। এদিন সকালে ইডি যখন তাঁর বাড়িতে যায়, তখন তিনি বাড়ি ছিলেন না। পরে প্রবেশ করেন বাড়িতে।এদিকে, শেখ শাহজাহানকে আবারও তলব করেছে ইডি। আগামী আগামী ২৯ ফেব্রুয়ারি ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে তিন বার হাজিরা এড়িয়েছেন শাহজাহান।
Hindustan TV Bangla Bengali News Portal