Breaking News

বাংলায় ‘বিষ’ ছড়িয়েছে বিজেপি!শুভেন্দুর ‘কুকথা’র কোলাজ ভিডিয়ো দিয়ে লিখলেন অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি বাংলায় ‘বিষ’ প্রয়োগ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর একটি ভিডিও শেয়ার করে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মিনিটের ভিডিওটি শেয়ার করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, কী করে এই মানুষটি এখনও হাইকোর্টের সুরক্ষা পেতে পারে। শুক্রবার ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে অভিষেক লিখেছেন ‘দু-মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে।’ এর পর তিনি আদালতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে তিনি লিখছেন, ‘অনেক আবেদনের পরেও কলকাতা হাইকোর্ট এই ব্যক্তিকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছে।’ সন্দেশখালি ইস্যুতে আপাতত উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই অবস্থায় বৃহস্পতিবার ২০ মিনিটের একটি তথ্যচিত্র পেশ করেছে বিজেপি। সেখানে দাবি করা হয়েছে, সন্দেশখালির ‘সত্যি’ আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরদিনই অভিষেক শেয়ার করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর এই ভিডিও।সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে ‘খলিস্তানি’ মন্তব্য পর শুভেন্দুকে নিশানা করে এই পোস্ট বলে মনে করা হচ্ছে। তিনি এই পোস্ট করে বোঝাতে চেয়েছেন বিরোধী দলনেতার এই মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিক ভাবেই তিনি এমন ‘কুকথা’ বলে আসছেন। অভিযোগ তুললেন, বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়াচ্ছেন বঙ্গ বিজেপির এই নেতা।প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুর গ্রেপ্তারির দাবি তুলেছেন অভিষেক। গত সেপ্টেম্বরে তিনি দাবি করেছিলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। আর সরকার বদলালেই গ্রেপ্তার হবেন শুভেন্দু। তিনি বলেন, “নারদা কাণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে সবাইকে গ্রেপ্তার করা হোক। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।” এবার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে ভিডিও শেয়ার করলেন তৃণমূল নেতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *