Breaking News

লোকসভার আগে উতপ্ত সন্দেশখালি!পরিস্থিতি বুঝতে জেলাশাসক ও পুলিশকর্তাদের সঙ্গে তড়িঘড়ি কমিশনের বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সন্দেশখালিতে অশান্তির জেরে লোকসভা নির্বাচনের মুখে উতপ্ত রাজ‌্য রাজনীতি। তার আগে আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা ও দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ‌্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।আগামী ৪ মার্চ কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কথা। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা টানা দু’দিন বৈঠক করবেন। সেই সফরের আগে সন্দেশখালির সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে বুধবারের ‌ওই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে। সেই মতো নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিক। তবে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসার আগে জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বসে বিষয়টি আরও গুছিয়ে নিতে চাইছেন তিনি। যাতে ভোটের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কোনও অসুবিধা না হয়।এরই মধ্যে লোকসভা নির্বাচনের জন‌্য নবান্নে পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলা হল। জানা গিয়েছে, নবান্নের পুলিশ ডিরেক্টরেটে তৈরি হচ্ছে এই সেল। ভোটে নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা-সহ যাবতীয় বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে নবান্নে গঠিত এই ইলেকশন সেল। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ডিএসপি থেকে কনস্টেবল, প্রায় সব পদমর্যাদার পুলিশ কর্মী-সহ এই সেলে মোট ৬১জন থাকবেন।

সেলের নোডাল অফিসার হিসাবে কাজ করবেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মহম্মদ আজিম। তিনি জেলা পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের মধ্যে যোগাযোগ রেখে কাজ করবেন। যোগাযোগ রাখবেন রাজ‌্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *