প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফেসবুকে সে কথা নিজেই জানিয়েছেন সাংসদ। লিখেছেন, ‘‘শাহজাহান গ্রেফতার হয় না। কিন্তু সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে চাইলে গ্রেফতার হতে হয়। স্বৈরতান্ত্রিক সরকার চলছে।’’প্রতিবাদে সিঙ্গুরে তুমুল বিক্ষোভে বিজেপি। লকেটের নেতৃত্বে বিজেপির মহিলা প্রতিনিধিদের একটি দল শুক্রবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। কিন্তু তাঁদের সন্দেশখালি থেকে অনেকটা দূরে ভোজেরহাট এলাকাতেই আটকে দেয় পুলিশ। লকেটের অভিযোগ ছিল, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন বিজেপি সাংসদ। পুলিশ আধিকারিকদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এক জন জনপ্রতিনিধিকে আপনারা এ ভাবে বাধা দিতে পারেন না!’’ ওই ঘটনার পরেই লকেটকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর বিজেপি সূত্রে। তাতেই তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপির লোকজন। সিঙ্গু্রের বড়া এলাকায় শ্রীরামপুর থেকে বড়া যাবার রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। পথ অবরোধ শুরু করেন সিঙ্গুর বিধানসভার বিজেপি কর্মীরা।
ব্যাপক যানজটও তৈরি হয়। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। শেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। লকেটের ‘গ্রেফতারি’ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখেছেন, ‘‘১৪৪ ধারা না মানার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়কে ভোজেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ ওই এলাকা সন্দেশখালি থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে। সেখানে ১৪৪ ধারা জারি নেই।’’