প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরামবাগের রাজনৈতিক সভা শেষ করে প্রধানমন্ত্রী এসেছেন কলকাতার রাজভবনে। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, ”এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। এখনও তো নির্বাচনী বিধি লাগু হয়নি।
তাই এনিয়ে কোনও কথাও হয়নি। আমরা গল্প করলাম। কারও সঙ্গে বসলে গল্প হয়। এটা রাজনৈতিক বৈঠক নয়। যা বলার জনসভা থেকে বলব। এখানে কিছু বলব না।” কী উপহার দিলেন? বাংলার মিষ্টি তো আমরা সবসময়ই দিই। বললেন মমতা।কিন্তু বকেয়া নিয়ে কিছু কথা কি হল? এই বকেয়া নিয়েই তো এত টানাপোড়েন। সেটার কী হবে? মমতা বলেন, হ্যাঁ সেসব নিয়ে আমার যা বলার বলে দিয়েছি। সেই সঙ্গেই তিনি বলেন, আমাদের যা বলার আমরা রাজনীতির মঞ্চে বলব। এটা আমার সৌজন্য সাক্ষাৎ ও প্রটোকল মেনে। এদিন মুখ্যমন্ত্রী বেরিয়ে বলেন, রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হল।তবে দলীয় সূত্রে খবর, এদিন আরামবাগের সভা থেকে সন্দেশখালি, দুর্নীতি-সহ যে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে উদ্দেশ্য করে যে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করেছেন মোদি, তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও এ নিয়ে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। কিন্তু তাতে সৌজন্যে ভাটা পড়েনি এতটুকুও।