দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আরামবাগে দাঁড়িয়ে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে আরও একবার মনে করিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার কথা। হুঙ্কার ছেড়ে বললেন, “লুটের টাকা ফেরাতেই হবে, মোদী কাউকে ছাড়বে না। তৃণমূলকে মানুষের খাটনির টাকা লুট করতে দেব না।”নিয়োগ থেকে রেশন, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল তৃণমূল। পরবর্তীতে রেশন দুর্নীতি মামলায়ও বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয় তৃণমূলকে। ওই মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার আরামবাগের জনসভা থেকে শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী।রেশন বন্টন দুর্নীতি নিয়েও এদিন সোচ্চার হন নমো৷ দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেন, “সব জায়গায় দুর্নীতি। তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নোটের পাহাড়৷ কী না করেছে এরা!” তিনি আরও বলেন, “কেন্দ্রের সব প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে। কারণ ওরা কেন্দ্রের প্রকল্পের টাকাও লুট করতে চায়। কিন্তু মোদী থাকতে সেটা হতে দেবে না। এভাবে মানুষের খাটনিক টাকা লুট করতে দেবে না।” তাঁর হুঙ্কার, “বাংলার কাছে আমি শপথ করছি, লুটের টাকা ওদের ফেরাতেই হবে।’’