Breaking News

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সন্দেশখালি ইস্যু! প্রয়োজনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বসিরহাটের এসপি-কে

প্রসেনজিৎ ধর,কলকাতা :-জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকেও উঠল সন্দেশখালি প্রসঙ্গ,বসিরহাটের এসপিকে কড়া বার্তা কমিশনের। সাফ জানানো হয়েছে, সন্দেশখালিতে কোনও নিচু তলার কর্মীর ভুলেও যদি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রেও মাথাদের জবাবদিহি করতে হবে।নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে উঠে এলে সন্দেশখালি ইস্যু৷ সন্দেশখালিতে ঠিক কী কী ঘটনা ঘটেছে, বসিরহাটের এসপির কাছে সেই সমস্ত কিছু জানতে চাইল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷

পাশাপাশি, বসিরহাটের এসপিকে পুরো ঘটনার ব্যাখ্যাও দিতে বলল কমিশন৷ এ দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে প্রশ্ন করে, কী কারণে এই ঘটনা ঘটল? পুলিশ কি মনে করছে তাদের কাজে কোনওরকম গাফিলতি রয়েছে? বসিরহাটের এসপিকে সরাসরি এই প্রশ্ন করে কমিশন৷ সূত্র মারফত এগুলির পাশাপাশি জানা গিয়েছে,কোনও মৃত্যু, ধর্ষণ, সুইসাইডের মতো ঘটনা সন্দেশখালিতে যেন নির্বাচন চলার সময় না ঘটে, সে দিকে কড়া নজর রাখতে হবে পুলিশকে৷শেখ শাহজাহানের কথাও উঠেছে৷ বলা হয়েছে, এই ধরনের কোনও ব্যক্তি কোনওরকম ভয় বা হুমকি যাতে সাধারণ মানুষকে না দিতে পারে, নির্বাচন চলাকালীন বা তার আগে, সে বিষয়ে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে৷ পাশাপাশি বৈঠক চলাকালীনই বসিরহাটের এসপি-এর কাছে জবাবদিহিও তলব করেছে পুলিশ৷ বলেছেন, জেলার এসপিকেও বলতে হবে, তাদের জেলাতে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে নাকি! বৈঠক চলাকালীনই বলতে হবে৷ ফুল বেঞ্চ নির্দেশ দিয়েছে প্রশাসনকে৷বসিরহাটের এসপি সন্দেশখালির ঘটনার বিস্তারিত তথ্য তারপরেই ফুল বেঞ্চের কাছে দেন৷ সেই কথা জানানোর পর, প্রায় ১৫ মিনিট ধরে বিস্তারিত বলা হয়, এই ধরনের পরিস্থিতি এড়াতে কী কী পদক্ষেপ করা হয়েছে৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *