প্রসেনজিৎ ধর, কলকাতা :-আজ বারাসতে বাংলার মহিলাদের উদ্দেশে একের পর এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই সভার ‘থিম’ ছিল সন্দেশখালি। সেই সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে আজ দেখা করেন মোদী। সন্দেশখালি থেকে আজ নির্যাতিতাদের বারাসতে নিয়ে আসার ব্যবস্থা করে বিজেপি। এই আবহে মঞ্চের পিছনে নাকি প্রায় ৬ থেকে ৭ মিনিট দাঁড়িয়ে নির্যাতিতাদের অভিযোগ শোনেন মোদী। জানা যায়, সব কথা শুনে প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সরকার এই নিয়ে যা যা করতে পারে, তা করা হবে। তাছাড়া রাজ্য বিজেপির নেতৃত্ব বিষয়টি দেখবেন বলে জানান মোদী। বুধবার মোদির সঙ্গে সাক্ষাতের পর নির্যাতিতারা আপ্লুত। মোদি তাঁদের প্রত্যেকের নাম, কোথায় বসবাস করেন তা জানতে চান। শেখ শাহজাহান এবং তাঁর ভাই সিরাজউদ্দিন কীভাবে তাঁদের উপর অত্যাচার করতেন, দলীয় কার্যালয়ে ডেকে কীভাবে হেনস্তা করা হত, সেসব কথা বিস্তারিতভাবে শোনেন। রাজ্য পুলিশের উপর আস্থা না থাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান মহিলারা। প্রধানমন্ত্রীর পাশে থাকা এক আধিকারিক সেসব অভিযোগ লিখে নেন। লাগাতার যেভাবে মহিলারা পথে নেমে আন্দোলন করেছেন সেই প্রসঙ্গ তুলে মোদি নির্যাতিতাদের বলেন, “আপনারাই তো দুর্গা।” সন্দেশখালির নির্যাতিতাদের পাশে থাকার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।মোদী বলেন, ‘এই দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে এই বাংলা। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না।’ আজ মোদী আরও বলেন, ‘এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রাণী রাসমনির জন্ম। আর এখানে মা-বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাই কোর্ট, আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। আমি দেখতে পাচ্ছি, তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।’