দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, ‘১০ তারিখ ব্রিগেডে জনগর্জন হবে।’লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’র ডাক তৃণমূলের। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানের এই সভায় যোগ দিতে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সকলকে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি বলেন, ‘১০ মার্চ বাংলার মানুষের গর্জন, আসুন ব্রিগেডে। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে বিকৃত সংস্কৃতি তৈরি করার চেষ্টা হচ্ছে, তা বাংলা কোনওদিন মানে না। বাংলা মনে করে ধর্ম যার যার উৎসব সকলের। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাংলা সকলকে আপন করে নেয়। বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য গর্জন ব্রিগেড তৈরি করি।’তিনি আরও বলেন, ‘এটা আপনাদের শপথ নেওয়ার পালা। যদি মনে করেন দেশকে ভালোবাসেন সকলে দল বেঁধে ব্রিগেডে দাঁড়িয়ে শপথ নিই আমরা হারব না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না। আমরা লড়ব, আমরা খেলব, আমরা অত্যাচারের বাঁধ ভাঙব।’