দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সন্দেশখালি যাওয়ার পথে নিউ টাউনের কাছে পুলিশের হাতে আটক হলেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং ভারতী ঘোষ। বৃহস্পতিবার তাঁদের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার একটি দল এগোচ্ছিল সন্দেশখালির দিকে। নিউটাউনের কাছে পৌঁছতেই আটকে দেওয়া হয় তাঁদের। পরে বিজেপির ওই তিন নেত্রীকে আটকও করে নিউ টাউন থানার পুলিশ।বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছ থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল-সহ মহিলার মোর্চার ৫ নেত্রী ও কর্মীদের যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে। নারীদিবসের প্রাক্কালে তাঁরা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু রওনা দেওয়ার আগে নিউটাউনেই তাঁদের আটকে দিল পুলিশ। বাকবিতণ্ডার পর রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। দলের মহিলা কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।পুলিশের উপর ক্ষোভ উগরে দেন লকেট-অগ্নিমিত্রারা। অগ্নিমিত্রা প্রশ্ন করছেন, ‘‘সন্দেশখালিতে যাচ্ছি, সেখানে ১৪৪ ধারা জারি নেই। নিউ টাউনেও ১৪৪ ধারা জারি নেই তবে কেন আটকানো হচ্ছে আমাদের?’’ লকেটকে পরে মুখ্যমন্ত্রী মমতার নাম না করে বলতে শোনা যায়, ‘‘এটাই হল সাদা শাড়ি আর হাওয়াই চটির আসল রূপ। সামনে উনি যা-ই বলুন, উল্টো দিকটা হল এই রকম।’’