প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে। সরাসরি গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিচারপতি। আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে একেবারে খুল্লমখুল্লা আক্রমণ মমতা বন্দোপাধ্যায়ের ।নারী দিবসের সভা থেকে একাধিক ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের দলনেত্রী। প্রথমেই তাঁর খোঁচা,”আমার সঙ্গে যারই দেখা হয় বলে, বাবা তোমাদের ওখানে যা সব রায় বেরচ্ছে, দেখলে তো রয়্যাল বেঙ্গল টাইগারও পালিয়ে যাবে।” এর পরই মমতার দাবি, “বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু, বিজেপি পার্টিতে যোগদান করার কথা ঘোষণা করছেন? এদের কাছে বিচার পাবেন? বিজেপি যা বলেছে, উনি তাই করেছেন। কী সব রায় দিয়েছে! আমরা বুঝতে পারতাম, রোজ অভিষেকের নাম করে করে গালি দিত। তবে আমি খুশি যে মুখোশটা খুলে গিয়েছে।” মুখ্যমন্ত্রীর ‘আক্ষেপ’, “বিচারের বাণী নিভৃতে কাঁদে, এদের থেকে বিচার পাবেন না।”বৃহস্পতিবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মিছিলের শেষে সভায় স্পষ্ট হুঁশিয়ারির সুরে মমতা বলেন, ‘‘তৈরি থাকুন! আপনি যেখানেই দাঁড়াবেন, আমি ছাত্রদের নিয়ে যাব। তারা আপনার বিরুদ্ধে বলবে! আপনি হাজার হাজার ছাত্রের চাকরি খেয়েছেন।’’তবে কোনও বক্তব্যেই অভিজিতের নাম করেননি মমতা। কিন্তু অভিজিৎকে আক্রমণ প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘বিচারব্যবস্থার সমালোচনা করা যায় না। কিন্তু রায়ের সমালোচনা করাই যায়।’’ সেই সঙ্গেই অভিজিতের বিরুদ্ধে অনেকের চাকরি খাওয়া এবং অনেকের চাকরি আটকে রাখার অভিযোগও তুলেছেন মমতা। নিয়োগের ক্ষেত্রে জনস্বার্থ মামলা করার প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন বিজেপি-সহ বিরোধী দলগুলিকে।
Hindustan TV Bangla Bengali News Portal