নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-‘সব মিথ্যে কথা, আল্লাহ আছেন, একদিন বিচার হবেই’ গ্রেফতারির পরে প্রথমবার মুখ খুললেন শেখ শাহজাহান। শুক্রবার সকালে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই মন্তব্য করেন সন্দেশখালির ‘বাঘ’। বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রয়েছেন শাহজাহান। আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে উত্তর দেন তিনি।আধিকারিকরা যখন নিজাম থেকে বের করে গাড়িতে তুলছেন তাঁকে, সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ? এর উত্তরে তিনি বলেন, ‘সব মিথ্যা, সব মিথ্যা।’ আরও বললেন, ‘প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।’শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে। ১ ঘণ্টা ১০ মিনিট পরে শারীরিক পরীক্ষা শেষে ফের নিজাম প্যালেসে নিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে, তাঁকে হেফাজতে পাওয়ার পর সরেজমিনে তদন্ত করতে দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা।
রাজ্য পুলিশ প্রথমে তাঁকে গ্রেফতার করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে হেফাজতে পেয়েছে সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন ইডি অফিসারদের হামলার শিকার হতে হল, তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, দফায় দফায় জেরা করা হচ্ছে অভিযুক্তকে। একগুচ্ছ প্রশ্ন সাজানো হলেও মুখ খুলছেন না শাহজাহান। তাঁর মুখ থেকে কথা বের করতে একের পর এক কৌশল সাজাচ্ছে সিবিআই।
Hindustan TV Bangla Bengali News Portal