দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা নির্বাচনের আগে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও অ্যাকশন মোডে ইডি। আজ শুক্রবার সকালে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। যার মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক পার্শ্ব শিক্ষকের বাড়ি। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩টি জায়গায় ইডি তল্লাশির খবর পাওয়া গিয়েছে।এবার তাঁদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ পার্শ্বশিক্ষক আবদুল আমিন। এদিন সকালে ইডির ৫ সদস্যের দল তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে বলে খবর।
জানা গিয়েছে, আবদুল আমিন নিউটাউনের পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন পার্শ্বশিক্ষক। পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আবদুলের বাড়িতে এদিন সকালেই পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেই থেকে চলছে তল্লাশি। আবদুলের কাছ থেকে বিভিন্ন নথি দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। আবদুলের বাড়ি ঘিরে রেখেছেন তাঁরা।অন্যদিকে, রাজারহাটের কাশীপুরে এক জমি ব্যবয়াসীর বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সূত্রের খবর, কাশীপুরের এই বাড়ি চন্দন চট্টোপাধ্যায় নামে এক জমি ব্যবসায়ীর। তিনি নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ বলে পরিচিত, ধৃত প্রসন্নকুমার রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে এঁর কী যোগ, তা খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা গিয়েছেন বলে খবর। এছাড়া নাগেরবাজারেও তল্লাশি চলছে বলে খবর |শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এদিন তল্লাশির সময় ইডি তদন্তকারীদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা এবং আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য থেকেই এদিন এই ৩টি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal