প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্রিগেডের ‘জনগর্জন’ সভা উপলক্ষ্যে কর্মী–সমর্থকদের জন্য খাবার ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস। কলকাতার নানা জায়গায় রেখে খাবার ব্যবস্থা করা হয়েছিল। তবে তারপরও দেখা গেল মঞ্চে যখন পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পুরুলিয়া থেকে আসা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থক চায়ের তেষ্টায় এদিক–ওদিক খোঁজ করছেন। কিন্তু মাথার উপর সূর্যের তেজ দেখা গেলেও চায়ের দেখা মেলেনি। এমন আবহে কয়েকজন ওই কর্মী–সমর্থকদের আঙুল তুলে দেখালেন এগিয়ে গেলেই মিলবে গাড়ি। সেখানে মিলবে চা–বিস্কুট।গাড়িতে ‘মোবাইল কিচেন’ লেখা থাকার পাশাপাশি বড় করে রয়েছে কলকাতা পুলিশের লোগো! তা হলে কী শুধুমাত্র কলকাতা পুলিশের কর্মীদের জলযোগের জন্য ওই ব্যবস্থা? যদিও আরও সামনে যেতেই ভুল ভাঙল জটলায় থাকা সমর্থকদের। দেখা গেল, নির্দিষ্ট দাম দিলে চা, বিস্কুট, কেক, লাড্ডু, জলের বোতল মিলছে ওই গাড়ি থেকেই। ভিতরে কাজ করছেন দুই যুবক। তাঁরাই জানালেন, সকালে রুটি আর তরকারিরও আয়োজন ছিল। গাড়ির ভিতরেই রয়েছে রান্নার ব্যবস্থা। অন্যদিকে এটা কারা চালায়? তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেন। জবাবে গাড়ি থেকে মুখ বাড়িয়ে এক কর্মী বললেন, ‘আলিপুর বডিগার্ড লাইন্সে, লালবাজারে আমরা ক্যান্টিন চালাই। সেটাই এখানে নিয়ে আসা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন রয়েছে। তাঁদের কথা ভেবেই এই গাড়ি আনা হয়েছে। তবে কিছু মানুষও এখানে এসে খেয়ে গিয়েছেন। তাঁরা তৃণমূল কংগ্রেসের কিনা জানা নেই। কদিন আগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তখনও ওই গাড়ি বেরিয়ে ছিল। এবার ব্রিগেডে এসেছে।’ ব্রিগেডের পূর্ব দিকে ছিল কলকাতা পুলিশের ওই মোবাইল কিচেন ভ্যান। ১০ টাকা দিলে এক কাপ চা মিলছিল। তাতে অনেকেরই উপকার হয়।