দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এর ঠিক পরেই এবার উত্তরবঙ্গ সফরে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৩ মার্চ অর্থাৎ বুধবার শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে সরকারি প্রশাসনিক সভা করবেন। এই মাঠেই গত শনিবার সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী ১৩ মার্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেমনটাই খবর নবান্ন সূত্রের। পাশাপাশি, উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভা ও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।জানা গিয়েছে, ১২ মার্চ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন মমতা। জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ মুখ্যমন্ত্রীর সফরের কথা রবিবার রাতে জানিয়েছেন। জানা গিয়েছে, ১২ মার্চ জলপাইগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে থাকবেন উত্তরকন্যায়। বুধবার ১৩ মার্চ তিনি যাবেন ফুলবাড়ি। ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।