অভিষেক সাহা :- ভোটের আগেও বাংলার একাধিক জেলা থেকে আসছে নানা অশান্তির খবর। কখনো দুপক্ষের ঝামেলা তো কখনো গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলিয়ে প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে বাংলার একাধিক জেলা। আর ভোটের আগে ফের অশান্ত মালদা, এদিন মালদার মানিকচক থানার শংকর টোলা ঘাট থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে পাঁচটি রিভলবার, দশটি ম্যাগাজিন এবং ৯০ রাউন্ড কার্তুজ। এমনকি এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তিন জন। ধৃতদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা ও একজন মালদার ভূতনি থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মালদার মানিকচকে অভিযান চালায় এসটিএফ আর সেখান থেকেই উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্রগুলি। অন্যদিকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ধৃতদের আজই মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ। ভোটের আগেই এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে মালদা জেলার বাসিন্দাদের। এমনকি পুলিশি তৎপরতা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। এই ঘটনায় জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে মালদা। কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, রতুয়াতে বাজির কারখানার নাম করে অস্ত্রের কারখানা চলেছে। পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।”