নিজস্ব সংবাদদাতা :- ভোটের আগেই প্রতিদিনই দুই দলের বেফাঁস মন্তব্যে চড়ছে উত্তেজনার পারদ। কখনো চাল চুরি নিয়ে বাংলার শাসক দলকে কটাক্ষ করছে বিজেপি। কখনো কৃষিবিল নিয়ে বিজেপিকে দুষছে তৃণমূল। আর এবার আবারও মমতার নতুন প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। রাজ্যের মানুষদের জন্য সদ্যই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছেন ‘মা কিচেন’ বা ‘মায়ের রান্নাঘর’। যেখানে মাত্র মাত্র ৫ টাকায় মিলবে ডিম–ভাত, সঙ্গে সবজি ও ডাল৷ আজ থেকেই কলকাতা পুরসভার প্রতি বরো-তে থাকছে মা কিচেন। আর এদিন বর্ধমানে চা-চক্রে এসে দিলীপ ঘোষ বলেন, “৭০-৭২ সালে লঙ্গর চলত মানুষ খেতে পেতা না বলে। বর্তমানে মানুষের কাছে টাকা-পয়সা না থাকায় ৫ টাকায় মা ক্যান্টিন চালাতে হচ্ছে। এতে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন যে, প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ। রাজ্যের মানুষকে ভিখারি করে রেখেছেন তিনি৷ তাই পাঁচ টাকা দিয়ে সরকারি ক্যান্টিনে খেতে হবে মানুষকে।” এখানেই শেষ নয় এদিন বাংলার শাসক শিবিরকে কটাক্ষ করার মাঝে ‘দিদির দূত’ প্রকল্পকে “লোক দেখানো ঢপের প্রকল্প” বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।