বিশ্বজিৎ নাথ :- রবিবার ব্রিগেডের সভামঞ্চে বসে বেলা ১১-৪৬ মিনিট নাগাদ জানতে পারেন তিনি টিকিট পাচ্ছেন না। তবুও দলের অনুগত সৈনিকের মতোই মঞ্চে বসেছিলেন তিনি। রবিবার ব্রিগেড ময়দান থেকে ফিরে জগদ্দলের মজদুর ভবনে এসে দফায় দফায় তাঁর অনুগামীদের সঙ্গে বৈঠক করে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। যদিও তিনি দলবদলের বিষয় জিইয়ে রাখলেন। কিন্তু সূত্র বলছে, ফের গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন ব্যারাকপুরের বাহুবলী নেতা। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নাম না করেই তাঁকে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর কথায়, নিজের সুবিধার্থে দু’জন বিধায়ককে লেলিয়ে দেওয়া হয়েছিল। যদিও তিনি সামনাসামনি লড়াই করতে পছন্দ করেন। ওনার মতো পিছন থেকে কিংবা আড়ালে থেকে লড়াই করা তাঁর অভ্যাস নয়। এখানেই থেমে থাকেননি ব্যারাকপুরের সাংসদ। এদিন তিনি দাবি করলেন, তৃণমূলের কাছে আন ওয়ান্টেড হলেও, ব্যারাকপুরের মানুষের কাছে তিনি ওয়ান্টেড। সিএএ বিল লাগু নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধুবাদ জানালেন তিনি। সাংসদ বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়া ও নমঃশূদ্র ভাইদের সম্মান দিয়েছেন। তৃণমূলে ফিরে আসাটা তার খুব ভূল হয়েছিল। এটাও তিনি স্বীকার করে নিলেন। তবে পুত্র পবন সিং তাঁকে সতর্ক করেছিল, তৃণমূল টিকিট দেবে না। পরিকল্পনামাফিক তাঁকে ধোঁকা দেবে,অবশেষে সেটাই প্রমাণিত হল।