Breaking News

‘সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো! সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভাবতে বললেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাবড়ার পর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকেও সিএএ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‘সিএএস নিয়ে আমার স্পষ্ট বক্তব্য রয়েছে। আমেরিকায় ৫ বছর থাকলে গ্রিন কার্ড পাওয়া যাবে। গোটা বিশ্বে একই নিয়ম রয়েছে।’ সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে ভোটে জেতার জন্য বিজেপি এসব করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি সিএএ কে পছন্দ করি না, কারণ এটা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের মুখে দেশে বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি। আরে নেতাজি না থাকলে তো দেশ স্বাধীন হতো না। আর কিসের নাগরিকত্ব? নাগরিক না হলে আপনি এতদিন ভোট দিলেন কীভাবে?”খানিক থেমে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমার বাবা-মায়ের তো বার্থ সার্টিফিকেট নেই! বাবা-মার জন্মদিনও জানি না। বাবাকে তো ঠিক করে মনেও নেই, আমি তখন খুব ছোট। আমা্র মতো অনেকেই রয়েছেন। তাঁদের কী হবে।“সোমবারই দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। সেই প্রেক্ষিতে মমতার সতর্কবার্তা, “আমার বলার দায়িত্ব বললাম, এবার আপনারা যেটা ভাল মনে করেন করুন।আমি বলছি, যাতে আপনাদের কাজে লাগে। ভুল করার আগে তাই সাবধান করছি। তা না হলে সব চলে যাবে।খানিক থেমে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমার বাবা-মায়ের তো বার্থ সার্টিফিকেট নেই! বাবা-মার জন্মদিনও জানি না। বাবাকে তো ঠিক করে মনেও নেই, আমি তখন খুব ছোট। আমা্র মতো অনেকেই রয়েছেন। তাঁদের কী হবে।“

সোমবারই দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। সেই প্রেক্ষিতে মমতার সতর্কবার্তা, “আমার বলার দায়িত্ব বললাম, এবার আপনারা যেটা ভাল মনে করেন করুন।আমি বলছি, যাতে আপনাদের কাজে লাগে। ভুল করার আগে তাই সবাধান করছি। তা না হলে সব চলে যাবে। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড় ও সমতলের বিভিন্ন বোর্ডকে নিয়ে বৈঠক করেন তিনি,সেখানেই একথা বলেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *