Breaking News

সুপ্রিম কোর্টের কোনও এক্তিয়ার নেই, মহুয়ার মামলায় জানিয়ে দিলো লোকসভা সচিবালয়!

ইন্দ্রজিত মল্লিক:- ‘ক্যাশ ফর কোয়ারি’ অথবা ‘প্রশ্নের বদলে ঘুষ’ মামলায় তৃণমূলের প্রাক্তন মহুয়া মৈত্রের মামলায় লোকসভার সচিবালয়কে প্রশ্ন করা সুপ্রিম কোর্টের এক্তিয়ারে বাইরে বলে জানিয়ে দিল লোকসভার সচিবালয়। গত ৩ জানুয়ারি লোকসভার সচিবালয়কে নোটিশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে জবাব দিতে বলে সুপ্রিম কোর্ট। নোটিশ করার দেড় মাস পরে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চকে লোকসভা সচিবালয় জানলো, সংবিধানের ১২২ নম্বর ধারা অনুযায়ী বিচারবিভাগ সংসদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূলের সংসদ মহুয়া মৈত্র তাঁর লোকসভা পোর্টালের পাসওয়ার্ড ভারতীয় বংশভুত দর্শন হিরানন্দনীকে দিয়েছিলেন বলে অভিযোগ। সেখানেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন আপলোড করা হয়। তার বিনিময়ে দামী উপহার ও বিদেশ ভ্রমণ করার সুযোগ পান সাংসদ। এর তদন্তে নেমে সংসদ পদ থেকে আগেই খারিজ করেছিলো সংসদের এথিক্স কমিটি। সেই নির্দেশকেই চেলেঞ্জ কোরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু লোক সভার সচিবালয় সুপ্রিম কোর্টকে জানায়, “সংবিধানের অনুচ্ছেদ ১২২ অনুসারে আইনসভাকে বিচারবিভাগের কোনও প্রশ্ন করার অধিকার নেই। এক্ষত্রে আইনসভার কার্যপদ্ধতি নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। লোকসভা নিজের সিদ্ধান্তের নিজেই বিচারক।” তবে লোকসভা ভোটের আগে সরকারের সাথে সুপ্রিম কোর্টের সংঘাত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সুপ্রিম কোর্টে কেস নং: WPA (Civil) 1410 of 2023

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *