দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-২৪ ঘণ্টাও কাটেনি। ফের রাজ্যের ডিজিপি বদল। বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সোমবারই সরিয়ে দেন নির্বাচন কমিশন। নির্বাচনের সমস্ত কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর বদলে নতুন ডিজিপি করা হয় বিবেক সহায়কে। কিন্তু মাঝে কয়েক ঘণ্টার ব্যবধান। এবার তাঁকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর বদলে নতুন ডিজিপি করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে।মঙ্গলবার ডিজিপি পদে নিয়োগ করা হল ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে। গতকাল বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে বলা হয়। রাজ্যের তরফে ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার দেবাশিষ রায়ের নাম পাঠানো হয় বলে খবর। তার মধ্যে বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে বেছে নিয়েছিল কমিশন। কিন্তু একদিনের মধ্যেই নতুন ডিজি পেল রাজ্য।উল্লেখ্য, গতকাল ডিজিপি হিসেবে বিবেক সহায়ের নাম ঘোষণার পরই চর্চা শুরু হয় তাঁর নিয়োগ নিয়ে। কারণ বিবেক সহায় অবসর নেবেন এবছর ৩১ মে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে ৪ জুন। ফলে প্রশ্ন উঠছিল বিবেক সহায়ের কাজের মেয়াদ বাড়ানো হবে কিনা। কিন্তু আজ বিবেক সহায়কে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে নিয়োগ করা হল। তিনি থাকবেন নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত।
রাজ্যের ডিজি বদল নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, আমরা বলেছি নির্বাচন কমিশন বিজেপির হিজ মাস্টার ভয়েসে পরিণত হয়েছে। এই কমিশনকে রেখে কোনও ভাবেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। সেই জন্যই আণরা সুপ্রিম কোর্চের নজরদারিতে নির্বাচন চেয়েছি। তিন বছর না হওয়া সত্বেও রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর বিবেক সহায়কে ডিজি করা হল। তাঁকেও সরিয়ে দেওয়া হল। ডিজি করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে। পুরোটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal