প্রসেনজিৎ ধর, হুগলি:- গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ে এবং মর্মান্তিক মৃত্যু মিছিলের রেশ কাটেনি। উদ্ধার কাজ এখনও চলছে। এই আবহে বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। আর তাতে গুরুতর জখম হলেন বাড়ি ভাঙার কাজে যু্ক্ত দু’জন শ্রমিক। জানা গিয়েছে, হুগলির বৈদ্যবাটির চৌমাথায় জিটি রোডের উপর একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরেও সেই কাজ চলছিল। হঠাৎই জিটি রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত ২ জন শ্রমিক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, একটুর জন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্টলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশের বক্তব্য, কোনওরকম নিরাপত্তার ব্যবস্থা না রেখেই বাড়ি ভাঙার কাজ চলছিল। বাড়ি ভাঙা হলে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের কোনও বিপদ না হয়। এক্ষেত্রে এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, “বাড়ি ভাঙার অনুমতি ছিল কি না সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”