দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালত নির্দেশের পরেও বেআইনি নির্মাণ চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক মামলাকারীকে দ্বিগুণ জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা ওই মামলাকারীকে দু’দিনের মধ্যে জরিমানার দু’লক্ষ টাকা জমা দিতে নির্দেশ দেন।সম্প্রতি গার্ডেনরিচে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে প্রশাসনের বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। এই ধরনের নির্মাণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। কলকাতার নন্দীবাগান ১০৬ নম্বর ওয়ার্ড বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মমালা ছিল বুধবার। সেই মামলায় অভিযুক্তের জরিমানা দ্বিগুন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন বেআইনি নির্মাণ প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “যারা এসবের যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে, যাতে আগামিদিনে বেআইনি নির্মাণ বন্ধ হয়। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে।”এদিন বিচারপতি সিনহা আরও উল্লেখ করেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। আদালতের নির্দেশ, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জরিমানার ১ লক্ষ টাকা দিচ্ছেন না বার বার এড়ানোর চেষ্টা করছেন। সেই কারণে জরিমানার অঙ্ক বাড়ানো হল বলে নির্দেশ হাইকোর্ট। ২ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার মামলাকারীর বিরুদ্ধে পুরসভা জানায়, জরিমানার ওই টাকা জমা দেননি। মামলাকারীর আইনজীবী জানান, তাঁর মক্কেল সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন। সেখানে মামলা বিচারাধীন রয়েছে। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, এখন পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। ফলে ওই ব্যক্তি আদালতের নির্দেশ না মেনে অন্যায় করেছেন। এর পরেও আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। আগামী ২২ মার্চের মধ্যে তাঁকে আরও এক লাখ জরিমানা দিতে হবে। এই নির্দেশও কার্যকর না করলে জরিমানার অঙ্ক আরও বাড়বে।