প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দফতর। তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকেরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।বুধবার সকাল সকাল স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। এরপর শুরু হয় তল্লাশি। এদিকে স্বরূপের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। সন্দেশখালিকাণ্ডের পর থেকে একটি বেশি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। এদিকে শুধুমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে গিয়েছেন আয়কর দফতরের অফিসাররা।শুধু স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের কার্যালয়ে তল্লাশি চালাছে আয়কর দফতর। স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ছাড়াও বেহালার কয়েকটি জায়গায় তল্লাশি চলছে৷ বেহালায় পরিচালক রানা সরকারের বাড়িতেও পৌঁছেছে আয়কর আধিকারিকরা। ভোরে সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। সূত্রের খবর, আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও নাকি কথা বলেছেন আয়কর কর্তারা।রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। টালিগঞ্জের সিনেমাপাড়ায় অরূপের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যায়। অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রীর। অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন।