দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। আয়কর দফকরের আধিকারিকেরা এখনও তল্লাশি চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়ি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র ছিল। কিন্তু তার পরেও বেশ কয়েক জন আধিকারিক স্বরূপের বাড়িতে রয়ে যান। তাঁরাই এখনও তল্লাশি চালাচ্ছেন। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে স্বরূপের পরিবারের লোকেদেরও।কী কারণ তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, প্রোমোটারি সংক্রান্ত আয়কর ফাঁকির অভিযোগে দুটি সংস্থায় তল্লাশি চলছে। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলেন আয়কর আধিকারিকরা। বিভিন্ন তাঁরা ঘেটে দেখেন বলে খবর। কিন্তু কেন এত ক্ষম ধরে তাঁরা তল্লাশি চালাচ্ছেন তা জানা যায়নি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের ওই এলাকাতে যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথা রয়েছে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, রির্টান ফআইল সংক্রান্ত কিছু গরমিলের অভিযোগ রয়েছে, সে কারণে প্রাসঙ্গিক নথির জন্য তল্লাশি চালাচ্ছেন তাঁরা। তবে কোনও নথি পেয়েছেন কি না তা জানা যায়নি।বুধবার খুব ভোরে স্বরূপের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। তাঁর সঙ্গে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়াদেরও নিয়ে গিয়েছিলেন। বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন আয়কর বিভাগের আধিকারিকরা।