প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা নির্বাচনের মুখে এবার ৪ জেলায় জেলাশাসক বদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। চব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পরপর একগুচ্ছ পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। ডিজিপি রাজীব কুমারকে সরানোর পর এবার জেলাশাসক বদলের নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের জেলাশাসককে বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, জেলাশাসকদের পর এবার কয়েকজন পুলিশ সুপারকেও বদলি করতে পারে কমিশন। নির্বাচন কমিশন এই চার রাজ্যের জেলাশাসক এবং পুলিশ সুপার পদে নিযুক্ত নন-ক্যাডার অফিসারদের বদলির নির্দেশ জারি করেছে।গত ৩১ জানুয়ারি পূর্ব বর্ধমান থেকে বদলি হয়ে বীরভূমের জেলাশাসক পদে এসেছিলেন পূর্ণেন্দু মাজি। কিন্তু ২ মাস যেতে না যেতেই আবারও এল বদলির নির্দেশ। অন্যদিকে ঝাড়গ্রামে বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজলকে। অন্যদিকে এতদিন ঝাড়গ্রামে ডিএম ছিলেন সুনীল আগরওয়াল। এদিকে এতদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধানচন্দ্র রায়। তাঁকেও সরিয়ে দিয়েছে কমিশন।পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, পাঞ্জাব, ওড়িশার জেলাশাসক, পুলিশ সুপার বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া গুজরাটের ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে থাকা দুই পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাঞ্জাবের পাঠানকোট, ফাজ়িলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তা, ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে বদলের নির্দেশ দেওয়া হয়েছে।