Breaking News

‘ওই বাড়ি কী করে হল, আমি কী করে বলব?’অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন মেয়র!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গার্ডেনরিচ কাণ্ডের পরে শহরে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পুরসভা। এ নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়ছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ উঠেছে, গার্ডেনরিচ ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে আজহারমোল্লা বাগানে ৫ ফুট জায়গার মধ্যে একটি পাঁচ তলা বাড়ি দেখা গিয়েছে। এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন ফিরহাদ। বৃহস্পতিবার ববি গার্ডেনরিচে যান। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দৃশ্যত উত্তেজিত দেখায় তাঁকে। তাঁর মন্তব্য, ‘‘ওই বাড়ি কী করে হল, আমি কী করে বলব? আমি আইন নিয়ে বসে নেই, যে সব আমার কাছে আসবে!’’ সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা তাপস রায়ের কথায় ‘‘বেআইনি নির্মাণ একমাত্র শিল্প কলকাতার। এত বড় ঘটনার দায় নেবে না? মেয়রের সরে যাওয়া উচিত, নয়তো সরিয়ে দেওয়া উচিত।’’গার্ডেনরিচ বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জন্য পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের দিকে বারবার দায় ঠেলে দিয়েছেন কলকাতার মেয়র। এমনকী বৈঠকে রীতিমতো ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা করেন মেয়র। তিনি এক ইঞ্জিনিয়ারকে ‘চোর’, ‘অপদার্থ’ বলে মন্তব্য করেন মেয়র। তাতে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ারদের একাংশ। তাদের বক্তব্য, রাজনৈতিক মদত ছাড়া কোনওভাবেই কোনও বেআইনি নির্মাণ হওয়া সম্ভব নয়। কোনও অনুষ্ঠান বা কাজ এলাকার কাউন্সিলরদের না জানিয়ে হয় না। অথচ বারবার সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ঘাড়েই সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *