Breaking News

রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির!বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্করকে প্রার্থী বিজেপির

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার।মঙ্গলবার এই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। বরানগর থেকে লড়বেন দীর্ঘদিনের বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ।লোকসভার হিসাবে বরাহনগর আসনটি দমদম কেন্দ্রের অন্তর্গত। সেখানে তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। রয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তীও। এদিকে ভগবানগোলার প্রার্থী ভাস্কর সরকার। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ মুর্শিদাবাদ জেলার যুব মোর্চার সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে ভগবানগোলার মণ্ডল সভাপতি। বাড়ি রানিতলা থানার আমডহরা গ্রাম পঞ্চায়েতের আমডহরা এলাকায়।প্রসঙ্গত, বরানগরের বিধায়ক ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় |তবে বর্তমানে তিনি বিজেপিতে। দলবদলের আগে পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে পড়েছে। সেখানে নতুন বিধায়ক পেতে এই উপনির্বাচন। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন মাস খানেক আগে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্যু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিতে হবে উপনির্বাচন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *