প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৪ টি আসন বাদে বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে সেই তালিকায় নাম নেই অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। সেই আবহে দোলের দিন কমপক্ষে দলের ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল। হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন বিজেপি নেতা? তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রঙ বদল করতে চলেছেন রুদ্রনীল? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। যদিও কী কারণে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন বিজেপি নেতা | রুদ্রনীলের মতে, ‘দল যা যা নির্দেশ দিয়েছে সেই মোতাবেক কাজ করেছি। ভবানীপুর কেন্দ্রের মতো কঠিন আসন থেকে লড়াই করেছি। স্বাভাবিকভাবেই লোকসভায় যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে যে থাকব সেই আশা কেন করব না বলুন! তবে দল যা ভালো মনে করেছে তাই করেছে৷তবে হোয়্যাটসঅ্যাপ গ্রুপ লেফট নিয়ে অভিনেতা তথা বিজেপির নেতার বক্তব্য, ‘দলের একাধিক গ্রুপে যে যেমন পারছিল অ্যাড করছিল। এত ভিডিয়ো যে ফোনটা ভরে উঠেছিল। দোলের দিন, ফাঁকা ছিলাম। সেই সব গ্রুপ থেকেই সরে গেলাম। প্রায় ৭৭টা গ্রুপে অ্যাড ছিলাম আমি।’ তবে আশা ছাড়ছেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ। কারণ এখনও ৪ লোকসভা আসনে প্রার্থী দেয়নি বিজেপি। সেগুলি হল- ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম। তিনি বলেন, ‘বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি।’ প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগ দেন। ঘাসফুল শিবির ত্য়াগ করে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal