দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রচারের সময় সায়রা শাহ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিএম। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে ইমেল করে অভিযোগ জানাল সিপিএম। এই অভিযোগ ইতিমধ্যে কমিশন ইমেলের মাধ্যমে পেয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। অভিযোগ পাওয়ার পর কমিশন পরিস্থিতি খতিয়ে দেখে।প্রচারে বেরিয়ে বাধা মুখে কলকাতা দক্ষিণের লোকসভার সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ভবানীপুর এলাকায় প্রচারে যান সায়রা। হরিশ মুখার্জি রোডে তাঁর মিছিল ঢুকতেই কলকাতা পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ সিপিএমের| এরপরেই উত্তপ্ত হয়ে পরিস্থিতি। ওই পুলিশ কর্তাকে ভোটের সব কাজ থেকে সরিয়ে দিতে কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকার বাসিন্দা। সেই এলাকাতেই বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী।বামেদের দাবি, মিছিল হরিশ মুখার্জি রোডে প্রবেশের আগেই তাঁদের বাধা দেয় পুলিশ। মিছিল অন্য পথ দিতে নিয়ে যেতে বলা হয়। তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান সায়রা শাহ হালিম ও কর্মী সমর্থকরা। সায়রা বলেন, “নির্বাচনী এলাকায় প্রচারে বাধা দিতে পারে না পুলিশ। রাস্তা সবার।”সোশাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করে একটি ভিডিও পোস্ট করেছে সিপিএম।