ইন্দ্রজিত মল্লিক:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন ব্লক আধিকারিক ও স্বরাষ্ট্র দফতরের পেট্রল বাবদ যা খরচ হয়েছে, রাজ্য তা এখনও পর্যন্ত মেটায়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির অন্যতম প্রধান শুভেন্দু অধিকারি। মূলত সমাজমাধ্যমে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম অভিযোগ করেছেন। সেই চিঠিই সমাজমাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের তরফে রাজ্যের মুখ্যসচীব ও রাজ্য পুলিশের প্রধানকে একটি চিঠি দেওয়া হয়। যাতে দেখা যাচ্ছে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় সারা রাজ্যের পেট্রোল পাম্প থেকে যে পরিমাণ তেল কিনেছিলো পশ্চিমবঙ্গ সরকার, তার বকেয়া এখনও মেটায়নি বলে অভিযোগ করেছেন। এই বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে বৈঠক করার সময়ও চাওয়া হয়েছে। ফোরামের সম্পাদক বলেন, “রাজ্যে নির্বাচন হচ্ছে নতুন তো নয়! এর আগেও নির্বাচন হয়েছে। লোকসভা নির্বাচনের জন্যও আবেদন এসেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় পাম্প যে তেল কেনা হয়েছিল তার বকেয়া প্রায় একবছর হতে চললো। বকেয়া এখনও বাকি।” এই অভিযোগের পাশাপাশি ফোরামের তরফে তিনি রাজ্য সরকারের সাথে বৈঠক করে সমাধান চান বলে জানিয়েছেন।
এই চিঠি পোস্ট করার পাশাপাশি শুভেন্দু অধিকারি কটাক্ষ করে বলেন, “দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের এমনই ভঙ্গুর আর্থিক অবস্থা যে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশ ও রাজ্য প্রশাসন যে পেট্রোল ডিজেল ইত্যাদি ক্রয় করেছিল, ডিলারদের সেই বকেয়া এখনো পরিশোধ করতে পারেনি !” শুভেন্দু আরও লেখেন, “রাজ্য সরকার এমন এক আর্থিক বিপর্যয়ের ভারে ভারাক্রান্ত হয়ে রয়েছে যে এর প্রভাব শীঘ্রই কল্যাণমূলক প্রকল্পগুলিতে পড়তে চলেছে এবং এর ফলে লাভ্যার্থীদের ক্ষতির সম্মুখীন হতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, “যে সরকার পুলিশ ও বিডিও অফিসের গাড়ির তেল ধার বাকি তে কেনে ও দাম মেটাতে বছর পার করে দেয়, সেই সরকারের “শ্রী ও সাথী প্রকল্পগুলির” ভবিষ্যৎ অন্ধকার।”
Hindustan TV Bangla Bengali News Portal