Breaking News

বৈশাখের আগেই ৪০ ডিগ্রি ছোঁবে বাংলার তাপমাত্রা!রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সবে চৈত্র মাসের ১৫ তারিখ। ক্যালেন্ডার বলছে, হিসাব মতো বসন্তকাল শেষ হতে এখনও দিন ১৫ বাকি। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অন্য কথা বলছে। বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মের দাপট।পূর্বাভাস বলছে, আগামী সোমবার অবধি আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে। রাজ্যের কয়েকটি জেলায় কয়েক পশলা ঝিরঝিরে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। বরং সর্বোচ্চ তাপমাত্রা পয়লা বৈশাখের আগেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাগুলিতে গরম আরও বাড়বে। মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের ঝাপটা সইতে হবে কর্নাটক, গুজরাট, রাজস্থানকে। তাপমাত্রা সহনশীলতার সীমা ছাড়িয়ে যাবে। পারদ উঠবে ৪০ ডিগ্রি ছাপিয়ে। বাংলাতেও এর প্রভাব পড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের।বৃহস্পতিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির বেশি। কলকাতার উপকণ্ঠে সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। দমদমের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৈশাখের আগে কলকাতার আবহাওয়াও খুব একটা মনোরম থাকবে না। হাওয়া অফিসের পূর্বাভাস, এপ্রিলের শুরুতে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে।গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। শুক্রবারই হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *