প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডেবরায় ভোটপ্রচারে এসেও একই কথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁর দাবি, ‘‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই। ধারে কাছে আর কোনও দল নেই।’’ এমনকি, নেতা এবং কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ডেবরা থেকে কেশপুরের চেয়ে বেশি ‘লিড’ পাবেন বলেও দাবি করলেন আত্মবিশ্বাসী তৃণমূলের তারকা প্রার্থী। এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, ‘সবাই পদ চায়, নেতা হতে চায়, আমার লোক-ওঁর লোক… কিন্তু কর্মীরা শুধু সম্মান চায়, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি।’ ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’ কিংবা ‘আমার লোক-ওঁর লোক’… এই মন্তব্যগুলির মধ্য দিয়ে কী বোঝাতে চাইলেন দেব? সে বিষয়টি অবশ্য সভায় আর খোলসা করেননি তিনি।গতকাল ডেবরা বাজার এলাকা থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। সেই রোড শোয়ের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেই সময়েই তৃণমূলের ক্ষমতার কথা বোঝান তিনি। একইসঙ্গে কি দলের ভিতরের ঠোকাঠুকি নিয়েও সতর্ক করে দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ?লোকসভা ভোটের মুখে ডেবরার সভা থেকে দেব তৃণমূলের কর্মী-সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন দল সবার উপরে। বলেন, ‘দল থাকলে, তাহলেই আমরা সবাই থাকব। দল যদি জেতে, আপনিও জিতবেন, আমিও জিতব, যাঁরা উপস্থিত আছেন, তাঁরা সবাই জিতব। দলের সম্মানই সকলের সম্মান।’