দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরে কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কোনও সহযোগিতা মিলছে না। অসহযোগিতা করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এবার সরাসরি রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কলকাতা মেট্রো। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত কাজ করার ক্ষেত্রে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে ট্র্যাফিক ব্লক করতে বারবার সংশ্লিষ্ট মেট্রো রুপায়নকারী সংস্থা আর ভি এন এল কলকাতা পুলিশ, বিধান নগর পুলিশ এবং রাজ্য প্রশাসনকে চিঠি দিয়েছে। কিন্তু কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। পড়ে রয়েছে একের পর এক প্রকল্পের কাজ। নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করতে ব্যর্থ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে সম্প্রতি শহরে এসেছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। গত দু’দিন ধরে মেট্রোর কাজ পরিদর্শনের পর রীতিমতো অসন্তুষ্ট তিনি। এই ঘটনায় রাজ্যের উপরই দায় চাপাল কলকাতা মেট্রো। পাশাপাশি কাজের অগ্রগতিতে কলকাতা পুলিশের সহযোগিতার আর্জি জানানো হয়েছে।নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (হলুদ লাইন) এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা-র (গোলাপি লাইন) কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শহরে এসেছিলেন রেল আধিকারিক জনক কুমার গর্গ। কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি বেলেঘাটা স্টেশনে সিগন্যাল ওভারল্যাপ ও ফুট ওভার ব্রিজের জন্য স্টেশনের বাইরে অতিরিক্ত ৯০ মিটার ভায়াডাক্ট নির্মাণের জন্য মৌখিকভাবে পরামর্শ দেন তিনি। বেলেঘাটা স্টেশনের কাছেই রয়েছে ইএম বাইপাস। যাত্রীরা যাতে নিরাপদে স্টেশনে ঢুকতে পারেন তার জন্যই এই নির্দেশ। এই কাজের জন্য রাজ্যের অসহযোগিতার কথা উল্লেখ করে প্রেস বিবৃতি দিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইএম বাইপাসের উপর ট্রাফিক ব্লক না থাকার কারণে কাজে দেরি হচ্ছে। সেফটি কমিশনার যে নির্দেশ দিয়েছেন তা খুব তাড়াতাড়ি পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal