Breaking News

উত্তরে বাড়ছে ভোটের উত্তাপ!৪ এপ্রিল একই দিনে কোচবিহারে সভা মোদী-মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জোরকদমে ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরে লোকসভার ভোট প্রচারে ঝড় তুলেছেন মমতা। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে জোরদার প্রচারে নামতে চলেছেন মমতা।জানা গিয়েছে, উত্তরবঙ্গ দিয়েই বাংলায় প্রচার শুরু করবে বিজেপি নেতৃত্ব। আগামী ৪ এপ্রিল কোচবিহারে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই দিনই সভা রয়েছে মমতারও। উল্লেখ্য, আগামী ৪-৬ এপ্রিল উত্তরবঙ্গে জনসভা, রোড শো রয়েছে মমতার।সোমবার শিলিগুড়ি আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীসভা সেরে পরদিন কোচবিহার যাওয়ার কথা রয়েছে তাঁর। অন্যদিকে আগামী ৩ এপ্রিল উত্তরে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ মার্চ মালবাজারে সভা। পরদিন কোচবিহারের মাথাভাঙায় সভা মমতার। ওই দিনই কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৪ এপ্রিল তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদী। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সভা। ৪ঠা এপ্রিল কোচবিহারে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদী । আবার একইদিনে ৪ঠা এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই।কোচবিহারে একই দিনে দুই হেভিওয়েট শোভার সূচি সামনে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অন্দরেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *