প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাতীয় নির্বাচন কমিশন সতর্ক করল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। শুধু তাই নয়, সেন্সরও করা হল তাঁকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এ বিষয়ে জানানো হল কমিশনের তরফে। তাতে বলা হয়েছে, আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে দিলীপ ঘোষকে। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার জন্যই সতর্ক করা হল দিলীপকে।চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শিরোনামে দিলীপ ঘোষ। দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও করেছিল তৃণমূল শিবির।এই ঘটনার প্রেক্ষিতে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন। জেলাশাসক রিপোর্ট পাঠানোর পর দিলীপকে শো-কজ করা হয়। কমিশনের পাশাপাশি বিজেপি-র তরফ থেকেও কারণ দর্শাতে বলা হয়। জানা যায়, কমিশনের কাছে পাঠানো চিঠিতে দিলীপ লিখেছিলেন, কাউকে ব্যক্তিগত হেনস্থা করতে তিনি কোনও কথা বলেননি। তাঁর বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাঁকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।সোমবার দুপুরে জানা গেল, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গেই সেন্সরও করা হয়েছে তাঁকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই বিষয়ে জানানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ভবিষ্যতে এই ধরণের মন্তব্য থেকে দিলীপ ঘোষকে বিরত থাকার কথা বলা হয়েছে।