দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় বেশ কয়েকটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | গত মার্চ মাসের শুরুতেই বঙ্গ সফরে এসেছিলেন তিনি। এবার ফের ভোটের আবহে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদী। জানা যাচ্ছে, বাংলার বুকে প্রায় ১৫ টি সভা করতে পারেন তিনি।কলকাতার শহিদ মিনার ময়দানে সভা হওয়ার কথা রয়েছে। মোদী বা শাহ শহিদ মিনারে সভা করতে পারেন। অপরদিকে, জানতে পারা গিয়েছে উত্তরবঙ্গে পাঁচ থেকে ছ’টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভোট প্রচারে এ রাজ্যে অন্তত ৫ থেকে ৭ টি করে সভা করবেন বলেই খবর।ইতিমধ্যেই বাংলায় গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। মোদী, শাহ, যোগীর পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে স্মৃতি ইরানি, মানিক সাহাদেরও। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দলের একাধিক তাবড় তাবড় নেতা-নেত্রীরা রাজ্যের বুকে দলীয় প্রার্থীর সমর্থনে সভা, রোড শো করবেন। প্রসঙ্গত, বাংলা সহ গোটা দেশ জুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। তবে বাংলায় এখনও দু’টি আসনে প্রার্থী দেওয়া বাকি আছে বিজেপির। এর মধ্যে একটি হল হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে তা এখনও ঘোষণা করেনি পদ্ম শিবির।